বিদেশি ঋণ: এক যুগে শোধ ১ লাখ ২১ হাজার কোটি টাকা

| বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

সরকার গত ১২ বছরে সুদসহ প্রায় ১ লাখ ২১ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। খবর বিডিনিউজের।
অর্থমন্ত্রী জানান, সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাকে ১ লাখ ২০ হাজার ৯৮২ কোটি ৫৭ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে আসল বাবদ ৯৪ হাজার ৬৮০ কোটি ৯৫ লাখ টাকা এবং সুদ বাবদ ২৬ হাজার ৩০১ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে ১৮৩ তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধআবু ছালেহকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদানের দাবি