ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ১৮৩তম সিন্ডিকেট সভা গতকাল বুধবার উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপাচাযের্র অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নির্দিষ্ট আলোচ্যসূচির ওপর সদস্যগণ আলোচনায় অংশ নেন এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদন লাভ করেন। ২০২২ সালের ৪র্থ এবং ৫ম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন প্রদান করেন এবং ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের অধীনে দুইটি বিভাগ খোলার অনুমোদন প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












