বিপিএল দরপত্রে অংশ নেয়নি কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর থাকছেনা। তবে এই টুর্নামেন্টে আবারও ফিরতে যাচ্ছে বসুন্ধরা গগ্রুপ। আগামী তিন আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এঙপ্রেশন্স অব ইন্টারেস্ট জমা দেয়ার সময় ছিল গত মঙ্গলবার পর্যন্ত। কিন্তু এই সময়ে ৯টি প্রতিষ্ঠান দল পেতে আগ্রহ প্রকাশ করেছে। আর সে ৯ প্রতিষ্টানের মধ্যে নেই বেঙ্মিকো গ্রুপের ঢাকা ডায়নামাইটস, জেমকন গ্রুপের খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে নয়টি প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ প্রকাশ করেছে সে প্রতিষ্টান সমুহ হচ্ছে আখতার গ্রুপ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), বসুন্ধরা গ্রুপ (রংপুর রাইডার্স), প্রগতি গ্রুপ (সিলেট সানরাইজার্স), ফরচুন গ্রুপ (বরিশাল), বৈশাখী গ্রুপ (রাজশাহী)। এছাড়া নতুন করে এসেছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রুপা গ্রুপ, মোনার্ক হোল্ডিংস লিমিটেড ও মাইন্ড ট্রি। কিছুদিনের মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠানকে বেছে নেবে। আগামী তিন বছরের জন্য এবার আগেভাগেই ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করছে বিসিবি। যার জন্য ফি ধরা হয়েছে ১০ কোটি টাকা। পাশাপাশি এই তিন বছরের সূচিও চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৫ জানুয়ারি মাঠে গড়াবে নবম আসর। প্রায় সোয়া একমাসের এ টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধহিরো আলমকে নিয়ে গান, তোপের মুখে হাসান মতি
পরবর্তী নিবন্ধপ্রথম বিভাগ ও প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের জ্ঞাতার্থে