আনোয়ারায় ওঁমকার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় গত ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় ওঁমকার দত্ত (৩৬) হত্যা মামলার প্রধান আসামি রঘু নাথ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আনোয়ারা থানার এসআই শাহীদ হোসাইনের নেতৃত্বে নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান জানান, গোপন সংবাদে খবর পেয়ে কোতোয়ালী থানার সহযোগিতায় অভিযান চালিয়ে ওঁমকার দত্ত হত্যা মামলার প্রধান আসামি রঘু নাথ সরকারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতার জেরে প্রতিপক্ষের হামলায় ওঁমকার দত্তকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রঘুনাথকে প্রধান আসামি করে থানায় মামলা করা হলে তিনি দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকেন। অবশেষে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরের কোতোয়ালী এলাকায় তিনি গ্রেপ্তার হন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে গ্রিল কেটে মসজিদে চুরি
পরবর্তী নিবন্ধসিআইইউতে সেমিনার