থানায় বসে যে কেউ পড়তে পারবেন বই সিএমপির উদ্যোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো। ভালো খাদ্যবস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।
বই হচ্ছে মস্তিক্তের সন্তান। বই পাঠ মানব ভাবনাকে করে পরিশুদ্ধ ও ব্যক্তিত্বকে করে সুস্পষ্ট। বই পড়া বা পাঠাভ্যাসের এই প্রচলন ছড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অনন্য উদ্যোগ নিয়ে প্রতিটি থানায় লাইব্রেরি স্থাপন করেছেন।
সিএমপিসূত্র জানায়, থানায় আগত সেবাপ্রার্থীরা তাদের অপেক্ষমাণ সময়ে হাতে তুলে দেখেন এসব বই। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ইতিহাস কিংবা দর্শন, দেশি বিদেশি বিভিন্ন লেখকের বইয়ের সম্ভারে সাজানো এসব লাইব্রেরি। বসে পড়ার জন্য এসব লাইব্রেরিতে রয়েছে সীমিত পরিসরে চেয়ার টেবিলের ব্যবস্থা। থানায় বিভিন্ন প্রয়োজনে আসা ব্যক্তিরাই নন, এসব বই পড়ার সুযোগ রয়েছে এলাকাবাসীরও। গ্রন্থাগারে বসে বই পড়ার পাশাপাশি কেউ চাইলে বাড়িতে নিয়েও এসব বই পড়তে পারবেন।
সিএমপিসূত্র আরো জানায়, সময়ের সাথে এসব লাইব্রেরিতে বৃদ্ধি পাচ্ছে বইয়ের পরিমাণ। কয়েক মাস পর পরই কেনা হয় নতুন নতুন বই। অন্যান্য বইয়ের সাথে রাখা হচ্ছে আইন সংশ্লিষ্ট বইও। সূত্র আরো জানায়, থানার লাইব্রেরির এসব বই থানায় কর্মরত পুলিশ সদস্যদের মন মানসিকতায় ভিন্ন ধরনের চিন্তা ভাবনার খোড়াক জোগাবে। পুলিশিং এর কঠোর বলয় থেকে সাময়িক সময়ের জন্য পাঠককে এনে দিবে মুক্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণ গেল মায়ের, মেয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে আইকিউএসির কর্মশালা