বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রথমবার বিএনপির চেয়ারপার্সন নিযুক্ত হন ১৯৮৪ সালের ১০মে। এরপর অনুষ্ঠিত ছয়টি কাউন্সিলেই চেয়ারপার্সন মনোনীত হন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। নগর বিএনপির উদ্যোগে আজ সকাল ৬ টায় কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তলন, সকাল ১১টায় ষোলশহর ২ নং গেইটস্থ শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ এবং বিকাল ৩ টায় কাজীর দেউড়ি মোড় থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিতে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে মিছিলসহকারে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।












