বাংলাদেশ রাশিয়ার তেল নিলে যুক্তরাষ্ট্রের ‘না নেই’ : উপদেষ্টা

| বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বি হয়ে যাওয়ায় বাংলাদেশ নানামুখী নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনলে যুক্তরাষ্ট্র সেখানে আপত্তি করবে না বলেই মনে করছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। গতকাল বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে আায়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি হোসে ফার্নান্দেজের সঙ্গে আলাপে তার ওই উপলব্ধি হয়েছে। খবর বিডিনিউজের।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাল্টায় বেশ কয়েক পর্যায়ে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় শরিকরা।

পূর্ববর্তী নিবন্ধসেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাবা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাউজানে শিশুকে যৌন নিপীড়ন বৃদ্ধ গ্রেপ্তার