অভিযানের খবর পেয়ে পালালো হাসপাতালের লোকজন

নগরীতে আরও ৫টি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, লোহাগাড়ায় হয়েছে ১টি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

নিবন্ধনের জন্য আবেদন না করা, ডিপ্লোমাধারী নার্স না থাকা ও নোংরা পরিবেশসহ নানা অনিয়মের অভিযোগে নগরীর আরও ৫টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। গতকাল নগরীর মোহরা এলাকায় বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন শেষে এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এর মাঝে সিভিল সার্জনের অভিযানের খবর পেয়ে আগেই তালাবদ্ধ করে দুটি প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে যায়। একই দিন (গতকাল) লোহাগাড়ার একটি হাসপাতালের কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়েছে। সবমিলিয়ে গতকাল নগর ও উপজেলার ৬টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
নগরে কার্যক্রম বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বনি হাসান চক্ষু হাসপাতাল অ্যান্ড হেলথ সেন্টার, ফেয়ার লাইফ ডায়াগনস্টিক সেন্টার, ওমেগা হেলথ কেয়ার ও ডায়াবেটিস সেন্টার, মোহরা ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও সিটি ল্যাব অ্যান্ড ডায়াবেটিস সেন্টার। এর মাঝে ওমেগা হেলথ কেয়ার ও ডায়াবেটিস সেন্টার এবং সিটি ল্যাব অ্যান্ড ডায়াবেটিস সেন্টার কর্তৃপক্ষ অভিযানের খবর পেয়ে আগেই তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ দুটি প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মোহরা এলাকার ৯টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের টিম। এসময় নিবন্ধনের জন্য কোন আবেদন না থাকা, ডিপ্লোমাধারী নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বনি হাসান চক্ষু হাসপাতাল অ্যান্ড হেলথ সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়া এঙ-রে কক্ষে লিড শিট না থাকা, প্যাথলজি নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে ফেয়ার লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও মোহরা ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমও বন্ধের নির্দেশ দেয়া হয়। আর অভিযানের কথা শুনে আগেই তালাবদ্ধ করে রাখা ওমেগা হেলথ কেয়ার ও ডায়াবেটিস সেন্টার এবং সিটি ল্যাব অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের কার্যক্রমও বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন।
এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, অভিযানের খবর পেয়ে দুটি প্রতিষ্ঠানের কর্মীরা পালিয়ে যান। এ দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া তিনটি প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকা ও ডিপ্লোমা নার্স না থাকাসহ নানা অনিয়ম পাওয়া যায়। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এ পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন। এদিকে, বিভিন্ন অনিয়মের দায়ে লোহাগাড়ার একটি হাসপাতালের কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপুনঃদরপত্রে নতুন ঠিকাদার নিয়োগ