দ্রুতযান বাস সার্ভিসের ভাড়া কমল ৫ টাকা

হাটহাজারী-নিউ মার্কেট

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ আগস্ট, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা থেকে নগরীর নিউ মার্কেট রুটের দ্রুতযান স্পেশাল সার্ভিস বাসের ভাড়া ৫ টাকা কমানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে এটি কার্যকর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছে। তাই আমরা জনস্বার্থে বাস ভাড়াও কমিয়ে দিয়েছি। ৪৫ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করেছি। এর ফলে হাটহাজারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বড় একটি এলাকার যাত্রীরা উপকৃত হবেন। তিনি বলেন, বিআরটিএ ভাড়া নির্ধারণ করে দেওয়ার পর অন্যান্য লোকাল বাস সার্ভিসের ভাড়াও কমানো হবে।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে কবরস্থানের উপর নির্মিত ভবন গুঁড়িয়ে দিল সিডিএ
পরবর্তী নিবন্ধপেঁয়াজ কেজিতে কমেছে ৫ টাকা