দুই গ্রুপে আধ ঘণ্টা গোলাগুলি

চন্দ্রঘোনার রাইখালী

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ৩১ আগস্ট, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার রাইখালীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে টানা প্রায় আধ ঘণ্টা গুলির শব্দ শোনা যায়। উভয় দলের মধ্য ২০ থেকে ২৫টি করে গুলি ছোড়া হয়। গোলাগুলির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে আছে।
চন্দ্রঘোনা থানা এলাকার ২ নং রাইখালী ইউনিয়নের মেম্বার মো. সেলিম জানান, রাইখালী ইউনিয়নের দুর্গম নোয়াপাড়া এলাকা থেকে গুলির শব্দ শোনা গেছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী গত রাত ১০টায় বলেন, স্থানীয়দের মাধ্যমে নোয়াপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা ফিরে আসেনি। যে কারণে সেখানকার সার্বিক পরিস্থিতি জানা যায়নি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ টহলে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিএনপি-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
পরবর্তী নিবন্ধচসিক ম্যাজিস্ট্রেট নেলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি