বিএনপি-জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে

শোক দিবসের আলোচনা সভায় নওফেল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীরা যে হত্যার রাজনীতির জাল বুনেছিল তার ধারাবাহিকতায় ঐ ষড়যন্ত্রকারীরা বারবার আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন আসলে তাদের ষড়যন্ত্রের মাত্রা আরো বেড়ে যায়। বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আগামী দিনে আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিনের উদ্যোগে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ই আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ. এম জিয়াউদ্দিন, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম. আর আজিম, এমরান কাদের, আকতার উদ্দিন আহমেদ, আনিসুর রহমান, প্রবীর দাশ, মো. ইউনুছ, সাইফুল আলম, নিয়াজ মোর্শেদ, শাহ আলম জুয়েল, তালেব আলী, জয়নাল উদ্দিন জাহেদ, ওমর ফারুক, খোরশেদ আলম, মিয়া মো. জুলফিকার, মো. জুনায়েদ, আকবর খান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আনসারী, সোহেল রানা, কামাল উদ্দিন আহমেদ, মন্‌জুর মোর্শেদ, আশরাফ উদ্দিন সিদ্দিকী জাকির, শওকত হোসাইন, মহিউদ্দিন শাহ, তারেক হায়দার বাবু, মাঈনুল হক লিমন, আব্দুল মান্নান, আজিম উদ্দিন, বশির আহমদ রুবেল, মোঃ আসাদ, শফিউল আলম রনি, মো সালাউদ্দিন, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ছাত্রনেতা নাঈম রনি, সুজন বর্মন, হাসানুল আলম সবুজ, গিয়াস উদ্দিন জেবিন, ওয়াহিদুর রহমান কিরন, হাসিব হাসান রুম্মান, এহসান কবির ববি, মো একরাম, হুমায়ন কবির হেলাল, নিয়াজ উদ্দিন, আমজাদ রুবেল, আসিফ খান আরাফাত, সাফকাত ফাহিম প্রমুখ। সাবেক ছাত্রনেতা কামরুল হক ও সাইফুল ইসলামের পরিচালনায় সভা শেষে ১৫ই আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশোক দিবস উপলক্ষে সুচিন্তার মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধবাসে শিক্ষিকার শ্লীলতাহানি