নবীন মেলার স্থায়ী পরিষদের সভা গত ২৭ আগস্ট মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেলা সভাপতি জামাল উদ্দিন বাবুল। আলোচনায় অংশ নেন- সুবীর কুমার নাথ, নাছির উদ্দিন, রাশেদুল আলম, ইঞ্জিনিয়র আবুল কালাম আজাদ, ডা. পারভেজ ইকবাল শরীফ, অধ্যাপক সঞ্জীব সেন, এ এন এম শফিউল আজিম, সাইফুল আলম বাপ্পী, হারুন রশিদ, ডা. তাসলিম চৌধুরী ও ইমরান জুয়েল, জয়দীপ চৌধুরী আকাশ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ অক্টোবর মেলার ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৩-২৭ ডিসেম্বর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ২৭ জানুয়ারি আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বার্ষিক নাটক মঞ্চায়ন হবে। এজন্যে নাছির উদ্দিনকে চেয়ারম্যান ও হারুন রশিদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এছাড়া রক্তদান কর্মসূচি পালনের জন্য ডা. পারভেজ ইকবাল শরীফকে চেয়ারম্যান ও সুবীর কুমার নাথকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এছাড়া বছরজুড়ে আর্থসামাজিক কর্মসূচি পালনের জন্য ডা. তাসলিম চৌধুরীকে চেয়ারম্যান এবং সাইফুল আলম বাপ্পীকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।