নির্বাচন কমিশন ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের যে ঘোষণা দিয়েছে তা জাতির সাথে তামাশা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোটের অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে যে মামলা করেছি তা এখনো কোনো সুরাহা করেনি। অবিলম্বে এই মামলার রায় ঘোষণা করতে হবে। গতকাল বিকেলে নগরের আগ্রাবাদ চৌমুহনী মোড়ে ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথিরি বক্তব্যে এসব কথা বলেন শাহাদাত।
আগ্রাবাদ চৌমুহনী মোড় থেকে মিছিল শুরু করে পাঠানটুলী রোড, কদমতলী মোড়, বায়তুশ শরফ হয়ে দেওয়ান হাট মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রধান বক্তা নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান সরকার জনস্বার্থকে তাচ্ছিল্য করতে কোনো দ্বিধা করে না। জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা না করেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি করেছে। ডবলমুরিং থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ আজিজ, তরুণ রাজনীতিবিদ ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, নিয়াজ মো. খান, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মোশাররফ হোসেন দিপ্তী, মোহাম্মদ শাহেদ, ফাতেমা বাদশা।