সিসিএল সামার সকার চ্যাম্পিয়নশিপ শুরু

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব ফুটবল মাঠে গত ২৭ আগস্ট শনিবার থেকে শুরু হয়েছে সিসিএল সামার সকার চ্য্যম্পিয়নশিপ। এদিন সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। সিসিএল সকার বিভাগের মেম্বার ইনচার্জ এস এম শফিউল আজমের শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের এবং জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, মাহাবুবুল কবির খান শান্তুনু, সালাউদ্দিন আহমেদ, সৈয়দ আরশাদুল হক, সকার সাব কমিটির কো-কনভেনার আবুল মাসুদ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, বি এস এ গ্রুপ, বি এস এম গ্রুপ এবং নাইট রাইডার মোটর্সের যৌথ পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে বি এস এম ইউনাইটেড, নাইট রাইডার মোটর্স, বি এস এ এবং বারকোড ফুটবল টিম অংশ নিচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জাপানকে উড়িয়ে চ্যাম্পিয়ন স্পেন
পরবর্তী নিবন্ধপ্রাক বাছাইয়ে উত্তীর্ণ অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটারদের জ্ঞাতার্থে