চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা পরিষদের সভাপতি এস.এম. হাসান উদ্দীনের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক রাষ্ট্রদূত এস.এম. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান। সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রশিদ। অতিথি ছিলেন ডা. নেপাল চন্দ্র দাশ, উৎপল রক্ষিত, আলোচক ছিলেন অধ্যাপক বন গোপাল চৌধুরী, মো. মহিউদ্দীন, এ.কে.এম. জয়নাল আবেদীন, জাবের হোসেন, ডা. হাসেম সিকদার, মো. শায়েস্তা খান, এড. শামসুল আলম চৌধুরী, মো. সেলিম উদ্দীন পরিমল দত্ত, সুজন দেব নাথ, দিদার আশরাফী, বলরাম চক্রবর্তী, মো. জয়নুল আবেদীন, মো. জাহাঙ্গীর আলম, মোছাম্মৎ হাসিনা আকতার, মো. রিয়াদ হোসেন চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু চির অমর নেতা হিসেবে বাঙালির হৃদয়ে সবসময় প্রেরণা জোগাবে। বঙ্গবন্ধু আমাদের জন্য সবসময় সাহসের বাতিঘর। বঙ্গবন্ধুকে যত বেশি ধারণ করতে পারব তত বেশি আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারব।
প্রধান বক্তা আবু সুফিয়ান বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি সমার্থক নাম। বঙ্গবন্ধুর আদর্শ বিশ্ব বাঙালির ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল নাম। শারীরিকভাবে বঙ্গবন্ধুর মৃত্যু হলেও চেতনার বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে চির ভাস্বরিত হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












