কবিতা মানুষের মনের অনুভূতিকে জাগ্রত করে

‘বিরহ বিস্বাদ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

কবি খালেছা খানমের কাব্যগ্রন্থ ‘বিরহ বিস্বাদ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ২০ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুন্নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। কবি খালেছা খানমের সভাপতিত্বে ও যারীন সুবাহ্‌’র উপস্থাপনায় আলোচনায় অংশ নেন কবি, প্রাবন্ধিক ইমরান শাহ্‌, শিশুসাহিত্যিক অরুণ শীল, শৈলী সাহিত্য বুলেটিন সম্পাদক আজিজ রাহমান, কবি মাহবুবা চৌধুরী, কাজী শিহাব উদ্দিন, চুয়েট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুজিবর রহমান, শিক্ষানুরাগী জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কবিতার মাধ্যমে একজন কবি তার মনের অনুভূতি সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। পাঠকরা সেই কবিতা পড়ে কবির অনুভূতিকে ধারণ করেন। কবিতা মানুষের মনের অনুভূতিকে জাগ্রত করে। কবি খালেছা খানম শিক্ষকতার পাশাপাশি সন্তানদের লালন-পালন করার পরও কবিতা লেখার কাজ চালিয়ে যাচ্ছে সেটা প্রশংসার দাবিদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের আবির্ভাব উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না