তাল কুড়াতে গিয়ে পুকুরে ডুবল শিশু

বোয়ালখালীতে পানিতে ডুবে আরও ২ মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে পুকুরে ডুবে একই দিনে জোবায়েদ (৭) ও মো. সজীব (১২) নামে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার পশ্চিম গোমদন্ডী ও সারোয়াতলী খিতাপচর গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত জোবায়েদ বেঙ্গুরা কে.বি.কে.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির আর সজীব পশ্চিম গোমদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
জানা যায়, সজীবের বাড়ি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকায়। সে স্থানীয় ওসমান গণি ফজুর ছেলে। জোবায়েদের বাড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামে। সে ওই গ্রামের মো. জয়নালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতদ্বয়ের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে সজীব বাড়ির পাশের পুকুর পাড়ের তাল গাছ হতে ঝরে পড়া তাল তুলে নিতে যায়। এ সময় সে পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জোবায়েদ দুপুরে ঘরের পেছনের পুকুরে পড়ে যায়। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইসরাত হোসাইন বলেন, সোমবার সকাল ১০টার দিকে মো. সজীব ও দুপুর ১টা ১০ মিনিটের সময় মো. জোবায়েদ নামে পানিতে ডুবা দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকার মায়েশাসহ বোয়ালখালী উপজেলায় গত এক সপ্তাহে পানিতে ডুবে মারা গেল কমপক্ষে ৬ শিশু।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে নিজ ঘরে কিশোরীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধছাত্রীকে ইবি শিক্ষিকার হুমকি, অডিও ফাঁস নিন্দার ঝড়