অস্ত্র-কার্তুজসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ বুইস্যা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় থেকে শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা (২৫) নামে এক ‘সন্ত্রাসীকে’ অস্ত্রসহ গ্রেপ্তার করা করেছে পুলিশ।
গত রোববার রাত দেড়টার দিকে বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি কার্তুজ ও ছুরি জব্দ করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে অস্ত্র-মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে গ্রেপ্তার করেছি। এ সময় তাকে তল্লাশি করে ১টি এলজি, একটি ছুরি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বুইস্যা নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে একজন দুর্ধর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার। তার বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে। শহিদুল ইসলাম বুইস্যা ভোলা জেলার দৌলতখান খানার চরপাদ হাইস্কুল এলাকার ভান্ডারীর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর বদিউল আলম গলি হিরু বিল্ডিংয়ের সামনে সেমিপাকা ঘরের ভাড়াটিয়া।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ছাত্রকে যৌন নিপীড়ন
পরবর্তী নিবন্ধরামগড়ে ১৪৪ ধারা জারি