প্রাইম ব্যাংক জুবিলি রোড শাখার ব্যবস্থাপককে শোকজ

মোহাম্মদ আলীর ১০০ কোটি টাকা ঋণ আদায়ে পদক্ষেপ না নেওয়ার অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মেসার্স ইমাম গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মোহাম্মদ আলীর কাছ থেকে ১০০ কোটি টাকা ঋণ আদায়ে পদক্ষেপ না নেওয়ায় প্রাইম ব্যাংক লিমিটেডের হেড অব রিকভারি এন্ড লিগ্যাল ডিভিশন এবং জুবলি রোড শাখার ব্যবস্থাপককে শোকজ করেছেন আদালত। ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর আদেশের কপি কেন পাঠানো হবে না তাদের কাছে তা জানতে চাওয়া হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৪ সেপ্টেম্বর প্রাইম ব্যাংক লিমিটেডের হেড অব রিকভারি এন্ড লিগ্যাল ডিভিশন এবং জুবলি রোড শাখার ব্যবস্থাপক আদালতে হাজির হয়ে এ বিষয়ে জবাব দিবেন। তিনি বলেন, ২০১২ সালে মেসার্স ইমাম গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ও এর মালিক মো. আলীসহ কয়েকজনের বিরুদ্ধে প্রাইম ব্যাংক জুবলি রোড শাখা মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধচালের দাম বস্তায় কমেছে ১৫০ টাকা পর্যন্ত
পরবর্তী নিবন্ধভিন্ন নামেও জামায়াতের নিবন্ধনের সুযোগ নেই : ইসি আলমগীর