হত্যা মামলায় বান্দরবানে ৪ জনের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ৩:৪৪ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমি সংক্রান্ত বিরোধে শাহ আলম নামে একজনকে হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (২৯ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে বিচারক ফজলে এলাহি ভূইয়ার আদালত এই রায় দেয়।

আদালত ও আইনজীবীরা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০১৬ সালের ডিসেম্বর মাসে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহ আলম নামে একজনকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশীরা।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো আরিফ উল্লাহ, আছমা ছিদ্দিকা, মোজাফফর আহমদ ও শাহনাজ বেগম।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোজাফফর আহমদ এবং আছমা সিদ্দিকা পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. কামরুল হাসান জানান, হত্যা মামলায় অভিযুক্ত ৪ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ ফজলে এলাহি ভূইয়ার আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্য দু’জন কারাগারে গ্রেফতার রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধশনাক্ত ২৪৩, মৃত্যু নেই