বাঁশখালী উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন নিবন্ধনবিহীন ক্লিনিক ও ল্যাবের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় ৪টি ক্লিনিক ও ৩টি হাসপাতালে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হয়।
আজ সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিবন্ধনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পৌরসভা সদর জলদীর ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, মিনি ল্যাব, মামনি ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়গনস্টিক সেন্টার, মাতৃসদন হাসপাতাল, চাম্বল বাজার এলাকায় অবস্থিত ন্যাশনাল হাসপাতাল(প্রা.) লি. ও জেনারেল হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।
এর আগেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হলে অনেকে ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে পালিয়ে যায়। আবার অনেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য সময় নিলেও সেই সময়ে তা সংগ্রহ করতে না পারায় এবার অভিযানে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।