শিশুর হার্টে ছিদ্রসহ অন্যান্য জটিল হৃদরোগ সমস্যার বিশ্বমানের চিকিৎসা-সেবা প্রদান করছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। প্রখ্যাত পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. তাহেরা নাজরিনের তত্ত্বাবধানে একটি অভিজ্ঞ মাল্টি ডিসিপ্লিনারি টিম, দক্ষ টেকনিশিয়ান ও নার্সদের নিয়ে বিশ্বমানের এই চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে চট্টগ্রামে এই সেবা সহজলভ্য না থাকায় রোগীদের শহরের বাইরে বা বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হতো। কিন্তু বন্দর নগরীতে প্রথমবারের মতো এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রামে এই কমপ্রিহেন্সিভ পেডিয়াট্রিক কার্ডিওলজি সার্ভিস চালু হয়েছে। গতকাল দুপুরে এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রামের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রামের সিইও এবং এমডি ডা. রত্নদীপ চাস্কার, সিওও সামির সিং এবং পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. তাহেরা নাজরিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে রয়েছে একটি স্টেট-অব-আর্ট ক্যাথ ল্যাব ও অত্যাধুনিক পেডিয়াট্রিক আইসিইউ সুবিধা। যেখানে শিশুদের সেরা মানের চিকিৎসা-সেবা পাওয়া যাচ্ছে। তা ছাড়া বাবা-মায়েদেরও উন্নত চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে বা বাড়তি অর্থ ব্যয় করতে হবে না।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শূন্য থেকে ১৬ বছর বয়সী সুবিধাবঞ্চিত যেসব শিশুর হার্টে ছিদ্র রয়েছে, হাসপাতালের পক্ষ থেকে তাদের বিনামূল্যে ডিভাইস বা বেলুন প্রদান করা হবে। বাকি চিকিৎসা সম্পন্ন হবে মাত্র ৫৫ হাজার টাকায়। সুবিধাবঞ্চিত যেসব শিশুর চিকিৎসা প্রয়োজন তাদের বাবা-মায়েরা ১০৬৬৩ নম্বরে কল করে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবেন। গত ২৭ আগস্ট (শনিবার) ৪ জন শিশুর চিকিৎসার মাধ্যমে এই উদ্যোগের সূচনা করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।