বোয়ালখালীতে রান্না ঘরের চুলার আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে চারটি বসতঘর। এতে প্রায় ১৮-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল রোববার ভোররাতে উপজেলার খরণদ্বীপ মুন্সিপাড়ায় আজিম মাস্টারের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এলকাবাসী ও ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা গেছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।