চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল রোববার মোট লেনদেন হয়েছে ৫৮.২৭ কোটি টাকা। এদিন ১৮ হাজার ৭৯০টি লেনদেনের মাধ্যমে মোট ৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮০.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৮২৩.৪১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৯.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬৬.৭৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর ৬.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭.৩৬ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৮৮.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৬.৭৬ পয়েন্ট। রোববার দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ ৪৮ হাজার ২৮৯.১৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৪২২.৩৯ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে এদিন লেনদেন হয়েছে ৩১৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১৯১ টির, কমেছে ৬৬টির, অপরিবর্তিত রয়েছে ৫৬টির।