সিএসইতে মোট শেয়ার হাতবদল তিন কোটি

আজাদী ডেস্ক | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল রোববার মোট লেনদেন হয়েছে ৫৮.২৭ কোটি টাকা। এদিন ১৮ হাজার ৭৯০টি লেনদেনের মাধ্যমে মোট ৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮০.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৮২৩.৪১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৯.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬৬.৭৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর ৬.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭.৩৬ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৮৮.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৬.৭৬ পয়েন্ট। রোববার দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ ৪৮ হাজার ২৮৯.১৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৪২২.৩৯ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে এদিন লেনদেন হয়েছে ৩১৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১৯১ টির, কমেছে ৬৬টির, অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল ক্রিকেটে কোয়ালিটি সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধলিবিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা সংঘর্ষে নিহত ৩২