এই সমাজে
এই সমাজের নানান মানুষ
নানান রকম ভান করে-
পিছিয়ে পড়ে কেউ কখনো
কেউ বা ভালো রান করে।
দুঃখ-শোকে আর হতাশায়
কেউ বা অভিমান করে,
আনন্দ আর উচ্ছ্বাসে কেউ
উচ্চ স্বরে গান করে।
কেউ বা করে চুগলখোরি
বামকে তারা ডান করে,
সত্যমিথ্যা বানিয়ে কথা
অনেক অনেক কান করে।
এই সমাজের নানান মানুষ
কেউ বা ভালো ফান করে-
কেউ বা আবার দাম বাড়াতে
নামকাওয়াস্তে দান করে।