ফটিকছড়িতে বাল্যবিবাহ হচ্ছে এমন ভুল তথ্য দিয়ে মোবাইল কোর্টকে বিভ্রান্ত ও বিপথে পরিচালনার দায়ে তৌহিদুল আলম (৪০) নামে এক ব্যক্তিকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৬ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) এটিএম কামরুল ইসলাম।
জানা যায়, উপজেলার কাঞ্চন নগর ইউপির দক্ষিণ কাঞ্চননগর গ্রামের স্থানীয় মোহাম্মদ ইউনুস বাবুলের মেয়ে রাজিনা ইফতার বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্য দেয় একই ইউপির নুরুল ইসলামের ছেলে মুহাম্মদ তৌহিদুল আলম। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় ওই মেয়ের জন্মনিবন্ধন অনুযায়ী তার বর্তমান বয়স ২১ বছর। পরে ভুল তথ্য দেয়ায় অভিযোগকারী তৌহিদুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ হচ্ছে এমন তথ্য পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখি আমাদের ভুল তথ্য দিয়ে মোবাইল কোর্টকে বিভ্রান্ত ও বিপথে পেলে তৌহিদুল। ভুল তথ্য দেয়ায় তাকে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে সহায়তা করে ফটিকছড়ি থানা পুলিশ।












