লায়ন্স ক্লাব অব চিটাগাং রজনীগন্ধার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও মাসিক সাধারণ সভা ২৩ আগস্ট লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন আইপিপি লায়ন মমতাজ বেগম এবং ২য় পর্বে প্রেসিডেন্ট লায়ন নার্গিস সুলতানা। উভয় পর্বে সঞ্চালনায় ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন সোহেলা রহমান মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এম.ডি এম মহিউদ্দীন চৌধুরী এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী এবং জিএমটি লায়ন এ্যাডভোকেট নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘অন্তহীন ভালোবাসায় সেবা’- আমার এই কলের মাধ্যমে আপনারা বিশ্বের সুবিধা বঞ্চিত মানুষ, পশুপাখি প্রকৃতি সকল কিছুর প্রতি ভালোবাসা প্রদর্শন করে মানবতাকে সমুন্বত রাখবেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরসি ১ লায়ন ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আরসি লায়ন জাহানারা বেগম, আরসি লায়ন ফাতেমা রহমান, আরসি লায়ন জাহিদ হোসাইন, জেডসি লায়ন আশেকুল ইসলাম, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন শিরিন আক্তার, সেক্রেটারী নাসিমা রহমান, জয়েন্ট সেক্রেটারী দিনাজ শায়লা, মেম্বার লায়ন রত্না দে, নতুন মেম্বার জুয়েনা আফসানা, ঝুমা সুলতানা ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











