করোনা মেডিসিন ব্যাংকের পক্ষ হতে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুয়োগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মো. সাইফুল আলম। সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মেজবাহ উদ্দিন তুহিন। তিনি বলেন, এ জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। এসময় শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। করোনা মেডিসিন ব্যাংকের সদস্য ফয়সাল ইমাম, ইরতিজা মাহমুদ ইমাম, উর্মি আকতার সাদিয়া, সুলতানা মীম, মিনহাজ আহমেদ, আরমান সিদ্দিক, মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










