আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে : তালেবান

| রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

আফগানিস্তানে চলতি মাসে বন্যায় ১৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তালেবান। দেশটির শাসকগোষ্ঠী বৃহস্পতিবার একথা জানিয়ে আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানায়। কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় পানির তোড়ে বহু ঘরবাড়ি ভেসে গেছে। এতে দেশটির মানবিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে। এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামিক আমিরাত আফগানিস্তান একা বন্যা সামলাতে পারবে না। আমরা বিশ্ব, আন্তর্জাতিক সংস্থাগুলো ও ইসলামিক দেশগুলোকে আমাদের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। খবর বিডিনিউজের।
মুজাহিদ জানান, চলতি মাসে বন্যায় ১৮২ জনের মৃত্যু ও ২৫০ জন আহত হয়েছে। তিন হাজারেরও বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং হাজার হাজার গবাদিপশুর মৃত্যু হয়েছে। চলতি বছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে আফগানিস্তান।
জুনে তীব্র খরার পাশাপাশি শক্তিশালী এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। এক বছর আগে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটি আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে। মধ্যাঞ্চলীয় লোগার প্রদেশের খোশি জেলায় ফসলি জমিগুলো কাদায় ঢেকে গেছে এবং প্রাণীদের মৃতদেহ স্তুপ হয়ে পড়ে আছে। গত কয়েক দিনের বন্যায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ত্রাণ কর্মীরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধখেলার ধরন নিয়ে ভাবনায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধইথিওপিয়ায় শিশুদের খেলার মাঠে বিমান হামলা, নিহত ৭