বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গত ২২ আগস্ট ব্যাংকের গ্রাহক ইস্টার্ন হাউজিং লিমিটেডের আফতাবনগর প্রজেক্টের এল ব্লকের ১৮ নম্বর সড়কের মিড আইল্যান্ডে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
সবুজায়ন ও পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের নান্দনিকতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া মিলিয়ে সর্বমোট ৫১০টি বৃক্ষের চারা রোপন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মো. মোহন মিয়া এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা, সিআইপিএ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালক (ল্যান্ড) মো. আল আমিন, অপারেটিভ ডিরেক্টর মুহাম্মদ মাজহারুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন। কর্মসূচির উদ্বোধন শেষে মাকসুদ জাতীয় শোক দিবস উপলক্ষে সরকার গৃহীত পরিবেশবান্ধব কর্মসূচিকে সাধুবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।











