বেসরকারী উন্নয়ন সংগঠন সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে গত ২৩ আগস্ট নগরীর আগ্রাবাদ এলাকায় ‘নারীর স্বাস্থ্যঝুঁকি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং নারীদের মাঝে বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান সৈয়দ মাহবুব-ই-করিম মুকুল। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ডা. মারজাহান আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।