হাটহাজারীতে অবৈধ ৩টি স’ মিলে অভিযান চালিয়ে মালামাল জব্দ করার পর সপ্তাহ না যেতেই পুনরায় মিলগুলো চালু করা হয়েছে। স’ মিলের মালিক পক্ষ বলছে, বন বিভাগের দায়িত্বশীলদের সাথে সমঝোতার মাধ্যমে মিল চালু করা হয়েছে। তবে বন বিভাগ সমঝোতার বিষয়টি অস্বীকার করেছে।
জানা যায়, গত ১৭ আগস্ট উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় অবৈধভাবে স্থাপিত ৩টি স’ মিলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে একশ মিটারের মধ্যে স্থাপিত এই ৩টি স’ মিলের মালামাল জব্দ করা হয়। কিন্ত অভিযানের ৪ দিনের মাথায় ২টি স’ মিল পুনরায় চালু করা হয়। এই দুটির মালিক দুই ভাই। অভিযানের কয়েক দিনের মধ্যে কীভাবে মিল চালু করা হয়েছে জানতে চাইলে মালিকের সাথে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, বন বিভাগের সাথে সমঝোতা করে মিল দুটি চালু করা হয়েছে।
তবে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সমঝোতার কথা অস্বীকার করেন। তিনি বলেন, সমঝোতার প্রশ্নই উঠে না। তিনি জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হানে নেতৃত্বে ১৭ আগস্ট অবৈধ ৩টি স’ মিলে অভিযান পরিচালনা করে মিলের মালামাল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মিল চালু করার বিষয়টি তার জানা নেই।
স’ মিল চালুর বিষয়ে এসিল্যান্ড আবু রায়হান বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করে মিলের মালামাল জব্দ করেছি। মিল চালু করা হলে আবার অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।












