লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লামা প্রতিনিধি | রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

লামায় তাছলিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার সরই ইউনিয়নের পুইট্টাঝিরি এলাকার ইসহাক মেম্বার পাড়াস্থ ওই নারীর নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাছলিমা আক্তার একই পাড়ার বাসিন্দা আবীর হোসেনের স্ত্রী ও আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী ডিগ্রী খোলা গ্রামের মৃত মরহম আলীর মেয়ে।
মৃত তাছলিমার স্বামী আবীর হোসেন জানান, জুতা কিনে না দেয়ার বিষয় নিয়ে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তাছলিমা আক্তার ও তার মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে রাতের কোনো এক সময় তাছলিমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে তাছলিমা আক্তারের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বামী আবীর হোসেন।
লামা থানা অফিসার ইনচার্র্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, সুরতহাল শেষে গৃহবধূ তাছলিমা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিককে তথ্য না দেওয়ায় শিল্পকলার কর্মকর্তাকে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধচতুর সুদর্শন রাঙা হালতি