কাপ্তাইয়ে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ

১৪৪ ধারা জারি

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় আজ (২৮ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল মিটিং, লোক সমাগম এবং চার বা তার অধিক ব্যক্তির একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়ছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ১৪৪ ধারা জারি করেন। এই আদেশ অমান্য করলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটালে প্রশাসন কঠোর হস্তে তা দমন করবে বলেও সর্বস্তরের জনগণকে জানিয়ে দেওয়া হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান গতকাল (শনিবার) রাত ১০টার দিকে কাপ্তাই উপজেলায় ১৪৪ ধারা জারির বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, কাপ্তাই উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। একই দিন একই স্থানে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। দুইটি বৃহত্তর রাজনৈতিক দল একই সময় একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় সার্বিক পরিস্থিতির অবনতি হবার আশঙ্কায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়া হয়েছে। উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত এবং আইনশৃক্সখলা রক্ষার কাজে জড়িত ব্যক্তিবর্গ এই ধারার বাহিরে থাকবেন। এ ব্যাপারে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার। বিষয়টি রাঙামাটি জেলা প্রশাসক অবগত আছেন এবং রাঙামাটি জেলার অন্য ৯ উপজেলার আর কোথাও ১৪৪ ধারা জারি করা হয়নি বলেও উপজেলা নির্বাহী অফিসার আজাদীকে নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধতিন মামলায় আসামি চারশ দুই নেত্রীসহ গ্রেপ্তার ছয়
পরবর্তী নিবন্ধ৫০ টাকা বাড়িয়ে মজুরি ১৭০ টাকা নির্ধারণ