তিন মামলায় আসামি চারশ দুই নেত্রীসহ গ্রেপ্তার ছয়

বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এতে ৫৬ জনের নাম উল্লেখসহ চার শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরই মধ্যে দুই নেত্রী দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন নাঈম রিকু, সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী পৌরসভা মহিলা দলের সভাপতি সারাবান তাহুরা ফেরদৌসী কলিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাকি চার বিএনপি কর্মী হল মো. দেলোয়ার, মো. পারভেজ, মো. এমরান ও মো. জোবায়ের।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে সহস্রাধিক নেতা কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে সেখান থেকে প্রধান সড়কের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে উত্তেজিত নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন পুলিশ সদস্য ও ৩০ বিএনপি নেতাকর্মী আহত হয়।
এ ঘটনায় বাঁশখালী থানার এসআই মো. নজরুল ইসলাম, বাঁশখালী রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত এসআই মো. মোস্তফা এবং তদন্ত কেন্দ্রের অপর এসআই এবিএম গোলাম কিবরিয়া বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেন। এতে ৫৬ জন জ্ঞাত এবং ৩/৪শ অজ্ঞাত বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। মামলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমদ খান, জাফরুল ইসলাম চৌধুরী পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও খানখানাবাদের সাবেক চেয়ারম্যান আবদুস সবুর, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, জেলা বিএনপির সদস্য ও কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, শীলকূপের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল আলম শহিদকে আসামি করা হয়েছে বলে সূত্রে জানা যায়।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় ৩টি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ ও ধারণকৃত ছবি থেকে আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন ৯ নাবিক, আরো ৬ জনকে আনার চেষ্টা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ