চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন ৫ জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৫ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৩ দশমিক ৩৫ শতাংশ। শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে আজ প্রেরিত রিপোর্টে এসব তথ্য জানা যায়।

রিপোর্টে দেখা যায়, নগরীর আট ল্যাবে গতকাল ১৪৯ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৫ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ৩ জন ও হাটহাজারী উপজেলার ২ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৭২৪ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮৩৩ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৯১ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে পরীক্ষিত ২৪ নমুনার মধ্যে হাটহাজারী উপজেলার ২ টিতে জীবাণু থাকার প্রমাণ মেলে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জনের নমুনার মধ্যে শহরের একজন ভাইরাসবাহক শনাক্ত হন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০ নমুনার একটিতে করোনার জীবাণু মিলে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষায় শহরের একজন পজিটিভ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ট্রাকচাপায় নিহত ৪
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বারসহ ট্রলিম্যান আটক