পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ওআইসি মহাসচিব আসছেন আজ

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা আজ শনিবার তিন দিনের সফরে ঢাকা আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। খবর বাংলানিউজের।
ঢাকা সফরের প্রথম দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ওআইসি মহাসচিব। এছাড়া তিনি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশ সফরকালে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করবেন হুসেইন ইব্রাহিম তাহা।
উল্লেখ্য, চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা ওআইসি মহাসচিব নির্বাচিত হওয়ার পর ঢাকায় এটাই তার প্রথম সফর।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় ২ জন শনাক্ত
পরবর্তী নিবন্ধকক্সবাজারের নতুন এসপি মাহফুজুল ইসলাম