ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা

করোনা টিকায় মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ

আজাদী অনলাইন | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ১০:৪৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের টিকা তৈরির ক্ষেত্রে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না।

মডার্নার অভিযোগ, মহামারীর বেশ ক’বছর আগেই তারা এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবন করেছে। কোভিড টিকা তৈরিতে ফাইজার ও বায়োএনটেক সেটা নকল করেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র এবং জার্মানির আদালতে মামলা করার কথা জানিয়েছে মডার্না।

সেখানে আর্থিক ক্ষতির দাবি করা হলেও সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়।

মডার্না দাবি করেছে, ফাইজার এবং বায়োএনটেক দুই ধরনের মেধাস্বত্ব নকল করেছে যার একটি হচ্ছে এমআরএনএ কাঠামো নিয়ে।

মডার্না বলছে ২০১০ সালে তাদের বিজ্ঞানীরা এ কাজে হাত দেন এবং ২০১৫ সালে প্রথম মানবদেহে পরীক্ষাও করা হয়।

মেধাস্বত্ব লঙ্ঘনের দ্বিতীয় অভিযোগ করা হয় করোনাভাইরাসের স্পাইক প্রোটিন চিহ্নিত করার ‘কোডিং’ নিয়ে।

বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেন, “আমরা যে উদ্ভাবনী এমআরএনএ প্রযুক্তির প্ল্যাটফর্ম প্রবর্তন করেছি তা রক্ষার জন্য আমরা মামলাগুলো করতে যাচ্ছি। যেটা তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয়েছে এবং কোভিড-১৯ মহামারীর আগের দশকেই এর স্বত্ব নেওয়া হয়েছে।”

নতুন করোনোভাইরাসের টিকা তৈরির ক্ষেত্রে প্রথম সারির কয়েকটি গ্রুপের মধ্যে রয়েছে মডার্না ইনকরপোরেশন এবং ফাইজার ইনকরপোরেশন ও বায়োএনটেক।

রয়টার্স জানায়, মামলার খবরে পুঁজিবাজারে ফাইজারের শেয়ারের দর ১ দশমিক ৪ শতাংশ পড়ে গেছে। এছাড়া আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ কমে লেনদেন হয় বায়োএনটেকের শেয়ার।

মামলার খবরে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার জানিয়েছে এ ধরনের পদক্ষেপে তারা ‘বিস্মিত’ এবং এসব অভিযোগের বিরুদ্ধে তারা লড়াই করবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে প্রেমিকার পর্নোগ্রাফি মামলায় প্রেমিক কারাগারে
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে দুই পক্ষের গোলাগুলি