চিত্র প্রদর্শক অধ্যাপক শফিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল

| শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল শনিবার। ১৯৪৪ সালে সাতকানিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অধ্যাপক শফিকুল। ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অফ আর্টস এন্ড ক্রাফটস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএফএ এবং ১৯৭৪ সালে মাস্টার্স অফ ফাইন আর্টস (এম.এ) করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘ ৩৩ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে অধ্যাপনা করেন। এ সময় তিনি বিভাগের চেয়ারম্যান ও এএফ রহমান হলের প্রভোস্টের দায়িত্বও পালন করেন। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী প্রথম একক চিত্র প্রদর্শনী করেন এই শিল্পী। ১৯৭২ সালে এই প্রদর্শনী উদ্বোধন করেন স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানী ও বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জহুর আহমেদ চৌধুরী। দেশে ও বিদেশে তিনি চারটি একক প্রদর্শনী সহ মোট ঊনিশটি চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ১৯৮৯ সালে প্রকাশিত হয় তার লেখা মৌলিক গ্রন্থ ‘প্রাচ্যরীতির শিল্প’। ৭৪ বছর বয়সে নিভৃতচারী প্রচারবিমুখ এই মহান শিল্পী না ফেরার দেশে চলে যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবু তাহের সিকদার
পরবর্তী নিবন্ধআজ সীতাকুণ্ড রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা