রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী মাই কিচেন হোম অ্যান্ড লাইফস্টাইল এক্সপোর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন রেডিসনের সিইও ব্রিগেডিয়ার মোহাম্মদ হাসেম। বক্তব্য দেন মাই কিচেনের সিওও শওকত ইমরান খান, সাইন অ্যান্ড ডিজাইনের সিইও এবিএম খালেদ মাহমুদ। বক্তারা বলেন, টাচ ইভেন্টস লিমিটেড যৌথভাবে সাইন অ্যান্ড ডিজাইনের সঙ্গে চট্টগ্রামে প্রথমবারের মতো এ এক্সপোর আয়োজন করছে। স্পন্সর করেছে মাই কিচেন। ত্রিশটির বেশি প্রতিষ্ঠান, পঞ্চাশটি দেশি-বিদেশি ব্রান্ডের কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জার পণ্য, ফার্নিসার, সিরামিক, ফিটিংস, লাইটিং প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করছে। স্বাগত বক্তব্য দেন এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ। তিনি বলেন, ঢাকায় আমাদের লাইফস্টাইল পণ্যের প্রচুর এক্সপো হয়। আমরা চট্টগ্রামে এ ধরনের আয়োজন প্রথম করছি। উপস্থাপনা করেন স্মিতা চৌধুরী। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনীতে বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও অফার থাকবে। প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রেস বিজ্ঞপ্তি।