মীরসরাইয়ে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:৩৬ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া মাজার গেট এলাকায় চট্টগ্রামগামী স্টার লাইন বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনায় সাইফুল নামে অটোরিকশার যাত্রী গুরুতর আহত হন। নিহত চালকের নাম মো. নুরুল আলম। তিনি ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড সৈদালী গ্রামের আমির বক্সের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ১৩ নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন উল্লাহ বলেন, স্টার লাইন বাসের ধাক্কায় নিহত অটোরিকশা চালক নুরল আলমের নামাজে জানাজা বাদে এশা বড়তাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধভিসা হয়েছে আইজিপির, যাচ্ছেন যুক্তরাষ্ট্রে