নগরীর খুলশী থানাধীন জনতা কলোনি হাউজিং কোয়ার্টার এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার মামলায় মো. সরোয়ার উদ্দীন মুন্না নামের এক আসামিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি পটিয়ার মনসা মোশাররফ বলীর বাড়ির মৃত জালাল আহম্মদের ছেলে। মামলার অপর ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন-আব্দুস ছাত্তার প্রকাশ ছাত্তার শাহ, মকবুল, আলী আজগর প্রকাশ জিয়া ও জাহাঙ্গীর। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো. সরোয়ার উদ্দীন মুন্নাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চারজন আসামিকে খালাস দেয়া হয়। আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ৭ এপ্রিল জনতা কলোনি হাউজিং কোয়ার্টারের টিনসেড বাসা থেকে একটি দেশীয় এলজি, ১১টি কার্টুজ ও দুইটি রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তখন কারাদণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে খুলশী থানায় মামলাটি করেন কোতোয়ালী থানার তৎকালীন এসআই মোহাম্মদ মহসীন। পরবর্তীতে আদালতে চার্জশিট দাখিল হলে একই বছরের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।











