সমাজ সম্পর্কে জানার প্রচেষ্টা বহু প্রাচীন

প্রিমিয়ার ভার্সিটিতে ওরিয়েন্টেশনে উপাচার্য

| শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:৫০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, মেডিকেল সায়েন্স, প্রকৌশল বিদ্যাসহ প্রচুর বিষয়ে শিক্ষার্থীদের অধ্যয়নের ক্ষেত্রে সমাজবিজ্ঞান পাঠ করতে হয়। বস্তুত এটাই সঠিক কথা যে, সমাজ সম্পর্কে জানার প্রচেষ্টা বহু প্রাচীন। গতকাল বৃহস্পতিবার, প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে স্যোসিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, একসময় আমাদের দেশের গ্রামগুলো ছিল অন্ধকারে। আজকে এসব গ্রামাঞ্চলেও শহরের মতো বিদ্যুৎ পৌঁছে গেছে; পৌঁছে গেছে মোবাইল ফোন ও ইন্টারনেট। শহরে ও গ্রামে এখন ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বিদ্যুৎ, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিশ্ব আজ তাদের হাতের মুঠোয় এসে গেছে। এসব নবলব্ধ জ্ঞানের মাধ্যমে সমাজের আজ যেসব জীবন-উন্নয়ন বিষয়ক প্রাপ্তি তা টিকিয়ে রাখাই সাসটেইনেবল ডেভেলপমেন্ট।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান। বিশেষ অতিথি প্রফেসর ড. কাজী শামীম সুলতানা নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা স্বাধীনভাবে লেখাপড়া করবে। তা করতে গিয়ে এমন কিছু করবে না, যাতে পরবর্তীতে তোমাদের অনুশোচনা করতে হয়। দেশ ও বিশ্বকে এগিয়ে নেওয়ার মানসিকতা নিয়ে তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে, এমনটাই প্রত্যাশা করি।
ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক বলেন, সমাজবিজ্ঞান পুরো সমাজকে বিশ্লেষণ করে। শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান ভালোভাবে পড়লে তারা অবশ্যই তাদের ভবিষ্যত উজ্জ্বল করার জন্য ভালো সুযোগ পাবে।
রেজিস্ট্রার খুরশিদুর রহমান প্রিমিয়ার ইউনিভার্সিটি ও একাডেমিক বিভাগগুলোর পরিচিতি, শিক্ষার্থীদের করণীয়, কোড অব কন্ডাক্ট, একাডেমিক গাইডলাইন প্রভৃতি তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের লাইব্রেরি ওয়ার্ক করার তাগিদ দেন। স্যোসিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষক অর্পা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক ড. সাদিকা সুলতানা চৌধুরী। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার রায়পুরে গাউছিয়া কমিটির কাউন্সিল
পরবর্তী নিবন্ধনগরীতে মাই কিচেন হোম অ্যান্ড লাইফস্টাইল এক্সপো উদ্বোধন