ভটভটিকে বাঁচাতে গিয়ে প্রাইভেট কার দোকানে, পথচারী নিহত

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:১৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ট্রলিকে (ভটভটি) বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়েছে একটি প্রাইভেট কার। এসময় কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল গফুর (৪৫)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার মোজাফফর হোসেনের পুত্র। জাল দিয়ে মাছ ধরতে নয়া খাল এলাকায় যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর পাঁচটার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকায় পৌঁছালে গ্রামীণ অভ্যন্তরীণ সড়ক দিয়ে আসা একটি দ্রুতগামী ট্রলি মহাসড়কে চলে উঠে পড়ে। তখন ট্রলিকে বাঁচতে গিয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ফরিদ আহমদের চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় কারের ধাক্কায় পথচারী আবদুল গফুর ঘটনাস্থলে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুর-আলীনগরে অভিযান, ৩৮ মামলা
পরবর্তী নিবন্ধডিম-মুরগিতে স্বস্তি