সম্মিলিত আবৃত্তি পরিষদের ‘মহাকাব্যের মহানায়ক’ আবৃত্তি অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

শোকের মাস আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান ‘মহাকাব্যের মহানায়ক’ গতকাল বুধবার জেলা শিল্পকয়া একাডেমী মিলনায়তনে পরিষদভূক্ত সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় । কথামালা, আবৃত্তি ও পাঠের সমন্বয়ে এ আয়োজনে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কামরুল হাসান বাদল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক কাজী মাহতাব সুমন। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহফুজ। পরিষদের সভাপতি রাশেদ হাসান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী বিশ্বজিৎ পাল, সুমদ্র টিটু, এহতেশামুল হক, শামীমা শীলা ও সেলিম রেজা সাগর। দিপান্বিতা চৌধুরীর গ্রন্থণায় ও সেলিম রেজা সাগরের নির্দেশনায় আবৃত্তিতে অংশ নেন দীপান্বিতা চৌধুরী, শারিয়া চৌধুরী, জয় বড়ুয়া, শ্রীযু দে নিলয়, আদিত্য বসাক কাহন, আরব, সমৃদ্ধ বড়ুয়া দিপ্র, নির্ঝর তালুকদার, দিগন্ত বড়ুয়া ও আহনাফ আজমাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাকিবের সঙ্গে বিয়ে না হলেই ভালো হতো : অপু
পরবর্তী নিবন্ধজানা-অজানায় কে কে