আগস্ট ট্রাজেডির ঘাতকরা একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা

আইভি রহমান স্মরণ সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের বংশধররাই শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টে রক্তাক্ত ট্যাজেডি ঘটিয়েছিল। সেদিন সৌভাগ্যক্রমেই শেখ হাসিনা বেঁচে গেলেও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। আইভি রহমানের মৃত্যু একটি অবিস্মরণীয় আত্মত্যাগ।
গতকাল বুধবার চট্টগ্রাম জেলা শিশু একাডেমী মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আইভি রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য এখন থেকে নারী সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে গতকাল যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর নীলু নাগ, দপ্ত সম্পাদক হাসিনা আক্তার টুনু, অ্যাড. রোখসানা আক্তার, মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান, আয়শা সিদ্দিকা, খায়রুন নেসা, জোহরা বেগম, শিল্পী বড়ুয়া, শিরিন আক্তার, চেমন আরা, কান্তা ইসলাম মিনু, অ্যাড. সীমা আক্তার, লাভলী বেগম, শাহীন শবনম, ফৌজিয়া সুলতানা অভি, কাজী শাহীনা আক্তার, হাফিজা হেলাল বেবি, জেনুন নাহার, সানি কবির প্রমুখ।
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শাহীদা আকতার, কল্পনা লালা, দিপীকা বড়ুয়া, নুরন্নাহার জালাল, রেহেনা ফেরদৌস চৌধুরী, জান্নাত আরা সেনজু, খালেদা আকতার চৌধুরী, নুরী মন আকতার, কৃষ্ণা রাণী দাশ, জীবন আরা বেগম, শাহীন আকতার, বিবি জয়নাব, কোহিনুর আকতার মুন্নি, রয়ন জান্নাত, জগদা চৌধুরী সুপ্রিয়া প্রমুখ। মুনাজাত করেন হাফেজ মাওলানা ফজলুল কাদের। মফিজুর রহমান বলেন, ২১ আগষ্টের খুনিদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আমিরকে দলে নিয়েছে বাংলা টাইগার্স
পরবর্তী নিবন্ধকাতারের আচরণবিধি শেখানো হবে ইংলিশদের