বাঁশখালীর সরল এলাকার জহিরুল ইসলামের কন্যা উম্মে ছিদ্দিকা (১৯)। ২০২১ সালের শুরুতে একই এলাকার গিয়াস উদ্দিন চৌধুরীর পুত্র হাবিবুর রহমান প্রকাশ সোহেলের (৩১) সাথে ভালবাসার সম্পর্কে জড়ায়। পরবর্তীতে উম্মে ছিদ্দিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপ দেয়া হলে ছেলের পক্ষ সম্পর্ক অস্বীকার করে। পরে ২০২১ এর ২৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩)এর ৯(১) ধারায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হাবিবুর রহমান প্রকাশ সোহেল। এ দিকে উম্মে ছিদ্দিকার কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। থানায় করা মামলার প্রেক্ষিতে বেশ কয়েকবার ছেলের পরিবারের পক্ষ থেকে তাকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ দিকে থানায় করা মামলায় আদালতে ইতোমধ্যে চার্জশিটও দেয়া হয়েছে। তবে সোহেল আত্মগোপনে থাকায় জন্ম নেওয়া পুত্র সন্তানের পিতৃ পরিচয় পেতে বিভিন্ন জনের ধারে ধারে ঘুরে চলেছেন উম্মে ছিদ্দিকা। ঘটনার ব্যাপারে হাবিবুর রহমান প্রকাশ সোহেলের পিতা গিয়াস উদ্দিন চৌধুরী জানান, তিনি এ ব্যাপারে কোনো কিছু অবগত নন। স্থানীয় সাংবাদিকদের উম্মে ছিদ্দিকা জানান, সোহেল আত্মগোপনে থেকে তাকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন। এতে তার স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। উম্মে ছিদ্দিকার মা বলেন, আমার মেয়েটি ঘর থেকে বের হতে পারে না। কয়েকবার আত্মহত্যাও করতে চেয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন বলেন, আরো আগে ঘটনার ব্যাপারে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার পর থেকে ছেলেটি আত্মগোপনে রয়েছে।