বিজ্ঞান সংগঠন হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাব চট্টগ্রামের ৮০০’রও অধিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে আগামীকাল চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করছে বিজ্ঞান উৎসব জুনিয়র সাইন্স কার্নিভাল ২০২২। শুক্রবার সকাল সাড়ে আটটায় এই আয়োজনের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির আহমেদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।
দিনব্যাপী চলা জুনিয়র সাইন্স কার্নিভালে থাকবে পদার্থ ও গণিত অলিম্পিয়াড, লাইফ সায়েন্স অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, কিউবিং কন্টেস্ট ও জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা। পাশাপাশি রোবটিঙ ওয়ার্কশপ এবং সফটওয়্যার প্রকৌশলী হিসেবে গুগলে কর্মরত চট্টগ্রামের কৃতি সন্তান অনিক সরকারের আলাপচারিতা নিয়ে সাজানো এই আয়োজনে সহযোগী আয়োজক হিসেবে থাকছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। বিকাল চারটায় শুরু হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আদনান মান্নান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্নাসহ অন্যান্যরা। চট্টগ্রামের শিশু-কিশোরদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলতে এবং বিজ্ঞান চর্চাকে সর্বজনীন রূপ দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।