রাঙামাটিতে এক দম্পতিকে নির্যাতনের ঘটনার মামলার তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো সজল দাশ (৩০), ইমল পাল (১৯), সয়ন পাল (২০)।
কোতোয়ালী থানায় মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, মামলার বাদী মুন্নী দাশ (২৬) বাদী হয়ে জয় দাশকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া আরো ৫-৬ জনকে অজ্ঞাতানামা আসামি করা রয়েছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের বাসিন্দা সুভাষ দাশ ও তার স্ত্রী মুন্নী দাশ তাদের দুই মেয়েকে সাথে নিয়ে পৌর কলোনী এলাকায় বাস করছিলেন। গত কিছুদিন আগে থেকেই সুভাষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেই তিনি এলাকার বিভিন্ন জনের সাথে রূঢ় আচরণ করতে থাকেন। এলাকার কিছু যুবক চাঁদা উঠিয়ে সুভাষের চিকিৎসাও করাচ্ছিলেন। সুভাষের এই ধরনের আচরণে প্রতিবেশি কয়েকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিয়ষটি নিয়ে সুভাষের স্ত্রী মুন্নী বেশ কয়েকবার বাধা দিলে তাকে মারধরের হুমকি দেওয়া হতো। তারই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছোট ছোট দুইটি কন্যা সন্তানের সামনেই সুভাষ ও তার স্ত্রীর উপর হামলা করে এলাকার বেশ কয়েকজন পুরুষ। সেসময় সুভাষ ও তার স্ত্রীকে বেধড়ক পেটানোর পাশপাশি হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এসময় স্থানীয় কয়েকজন সচেতন যুবক বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করে প্রভাবশালীদের কবল থেকে ভূক্তভোগীদের উদ্ধারের অনুরোধ জানায়।
এই ঘটনাটির চারদিন পর স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপক নিন্দার ঝড় উঠে। পরবর্তীতে গতকাল বুধবার ভিকটিম নারীকে থানায় ডেকে নিয়ে মামলা রেকর্ড করে েপুলিশ। মামলা নাম্বার-১০। তারিখ: ২৪/০৮/২০২২ইং। বুধবার রাত ১১ টা পর্যন্ত এই ঘটনায় জড়িত তিনজনকে জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।