যেভাবে কাটল প্রথম দিন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। গতকাল বুধবার থেকে অফিসের নতুন এ সময়সূচি (সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) কার্যকর হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচির প্রজ্ঞাপন জারি করে সরকার।
গতকাল বুধবার অনেক অফিসের কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, সকাল ৮টা থেকে অফিস সময়সূচি শুরু হওয়ায় সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা চাকরির সুবাদে বাধ্য হয়ে অফিসে আসলেও সেবা গ্রহীতাদের উপস্থিতি ছিল একেবারেই কম। গ্রাহকদের সকাল ৮টা থেকে সেবা গ্রহণের জন্য অফিস-আদালতে আসার মনোভাব গড়ে উঠতে আরো সময় লাগবে বলে জানান সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা। অফিসের নতুন সময়সূচির গতকাল প্রথম দিনে খবর নিয়ে জানা গেছে, অনেক অফিসের কর্মকর্তারা-কর্মচারীরা যথাসময়ে উপস্থিত হলেও সকাল সকাল কোনো গ্রাহকই উপস্থিত ছিলেন না। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা অনেক অফিসে কোনো গ্রাহকই যাননি। যথারীতি সকাল ১০টা থেকে আগের নিয়মে সরগরম হয়ে উঠে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অফিসগুলো। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন অফিস সময়সূচির প্রথম দিনে গতকাল সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অধিকাংশ অফিসে কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ে অফিসে এসেছেন এবং ৩টা পর্যন্ত অফিসে কাজও করেছেন। তবে প্রথম দিন হিসেবে কিছু অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৮টায় উপস্থিত হতে সামান্য বিলম্ব হয়েছে বলে খবরও পাওয়া গেছে। সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অফিসে বিকাল ২টার পর গিয়ে সংশ্লিষ্ট অফিসের অনেক কর্মকর্তার চেয়ার খালি দেখা গেছে। গতকাল দুপুর আড়াইটায় সিআরবিতে দুই কর্মকর্তার দপ্তরে গিয়ে তাদের পাওয়া যায়নি। এক কর্মকর্তা দুপুরের লাঞ্চে গিয়ে আর আসেননি। আর এক কর্মকর্তা অফিসের মিটিংয়ে আছেন বলে জানান সংশ্লিষ্ট অফিস সহায়ক।
এদিকে চট্টগ্রামের সচিবালয় খ্যাত আগ্রাবাদ সরকারি কার্যভবন-১ ও ২-এ খবর নিয়ে জানা গেছে, অফিসে সকাল ৮টায় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাজির হননি। আগের নিয়মেই সকল ৯টায় অফিসে এসেছেন। অনেক অফিস গিয়ে দেখা গেছে, প্রায় চেয়ারই খালি। এক অফিসে গিয়ে দেখা গেছে, রুমে ফ্যান ঘুরছে কিন্তু চেয়ার খালি। স্যার অফিসের কাজে বাইরে আছেন বলে জানান অফিসের কর্মচারীরা।

পূর্ববর্তী নিবন্ধশুরুতে ভয়, টিকা নিয়ে জয়
পরবর্তী নিবন্ধ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম উদ্বোধন